বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার বলেছেন, সিটি কর্পোরেশনের নগর মাতা প্রতিমন্ত্রী ডাঃ সেলিনা হায়াত আইভি হচ্ছে উন্নয়ণের আইকন যা তার কর্মকান্ডে দৃশ্যমান।। যদি মেয়র আইভির স্থানে অন্য কেউ মেয়র হত তাহলে হয়ত আমরা নারায়ণঞ্জ জেলাকে এত আধুনিক পেতাম না। বন্দরবাসীকে একটি ভিন্ন আধুনিক নগর উপহার দেয়ার জন্য সকল প্রতিবদ্ধতা পদদলিত করে উন্নয়নের অংশ হিসেবে রুপালী আবাসিক এলাকার নদীর পাড়ে নতুন সড়কের নির্মান কাজ হাতে নিয়েছে। রাস্তার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। গতকাল রোববার বিকেলে বন্দর রুপালী আবাসিক এলাকার নদীর পাড়ে রাস্তা নির্মান কাজের পরিদর্শন কালে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় কাউন্সিলর হান্নান সরকার ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, উপ-সহকারি প্রকৌশলী হাসানুল ইসলাম, কার্য সহকারি আমিরুল ইসলাম, যুবলীগ নেতা হিমেল খান,আলমগীর, কালাম, সফিকুল, শ্যামল ও মানিকসহ স্থানীয় এলাকাবাসী। ডিবিডি অর্থায়নে প্রায় ৩ কোটি টাকা ব্যায় করে এই রাস্তা নির্মিত হচ্ছে।