নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোমবার বিকাল ৫টায় নগরের ১৩নং ওয়ার্ডের গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড ও ডি.এন রোডের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর সাথে সরাসরি স্থাপনের জন্য ৭৪ লক্ষ টাকা ব্যয়ে গলাচিপা রেল লাইনের নিচে কালভার্ট নির্মাণ কাজ এবং বোয়ালিয়া খালস্থ ২২০০ ফুট নতুন রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন।এসময় ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মেয়রকে কাজের অগ্রগতির বিবরন দেন। এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন অচিরেই বালুর মাঠের ভাষা সৈনিক সড়কের কাজ শুরু হবে।চলমান প্রকল্প গুলো বাস্তবায়িত হলে ১৩নং ওয়ার্ডের আর কোন কাজ বাকী থাকবে না।তিনি গৃহস্থালী আবজর্না সেখানে সেখানে না ফেলে ভ্যান গাড়ীতে দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
কাউন্সিলর খোরশেদ জানান চলমান রেল কার্লভাটের কাজ শেষ হলে গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড ও ডি.এন রোডের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন পাশ্ববর্তী ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃমনিরুজ্জামান মনির,আনোয়ার মাহমুদ বকুল,ওমর সুলতান,মোঃরহিম,সেলিম রেজা,মোঃআঃ রাজ্জাক,রানা মুজিব,এস এম পারভেজ,মাসুম আহম্মেদ,কাজী আসলাম মিয়া প্রমুখ।