বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সাথে যে কোন সমস্যা সমাধানে জাতীয় পার্টি মেয়রকে সহযোগীতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সেলিম ওসমান বলেছেন, আমি অভিনন্দন জানাই যারা আজকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। অভিনন্দন জানাই বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদকে। অভিনন্দন জানাই আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে। আমাদের সহযোগীতার প্রয়োজন হলে, জাতীয় পার্টি নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য যেকোন মানুষের সাথে কাজ করতে প্রস্তুত আছে। আমাদেরকে বলবেন আমরা কাজ করবো। আমরা কাজ করার জন্য অন্তত আমি সেলিম ওসমান এখনো বেঁচে আছি।
শুক্রবার ১৭জুন বিকেলে বন্দরের সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দূর্গ। জাতীয় পার্টিতে কোন ফাটল নেই। আমার জাতীয় পার্টির নেতাকর্মীরা কোন চাদাঁবাজি করেনা। কোন টেন্ডারবাজি করার প্রয়োজন হয়না। এরা টিআর কাবিখা চায়না। এরা শুধু জানে মানুষের সেবা করতে। এছাড়া তাদের আর কোন চাহিদা নাই। এরা শুধু জানে ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করতে। এরা পেরেছে আমাকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জে ১০টি স্কুল ৬তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করিয়ে নিতে। সেই গৌরব আমার নয় আমার জাতীয় পার্টির নেতাকর্মীদের। আমি অনুরোধ রাখবো যখন দল ভালোর দিকে যায়। তখন কিছু চেছড়া, চাঁদাবাজ লুটেরা দলে ঢুকার চেষ্টা করে। ইতোমধ্যে একজন ভূমিদুস্যকে জাতীয় পার্টি থেকে বহিস্কার করা হয়েছে। সানাউল্লাহ সানুকে আমি এ জন্য ধন্যবাদ জানাই। জাতীয় পার্টি তারাই করবে যারা নাকি মানুষের জন্য কাজ করতে পারবে। আমি গর্বের সাথে বলতে পারি আমি একজন মুক্তিযোদ্ধা। যতক্ষন পর্যন্ত দেশে শান্তি না আসবে ততক্ষন পর্যন্ত আমি অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।
জাতীয় পার্টির নেতাকর্মীর প্রতি অনুরোধ করে তিনি বলেন, আপনার প্রিয় নেতা নাসিম ওসমানের মৃত্যুতে আমাকে দায়িত্ব নিতে হয়েছে। আমি আপনাদের দোয়া চাই। নির্বাচন এখনো অনেক দূরে। আজকে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে। আমাদের শান্ত সুষ্ঠুভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীদের কাছে অনুরোধ রাখবো ব্যবসায়ীদের দিকে নজর দিন। আমাদেরকে এমন বাজেট দিতে হবে যাতে করে আমরা অসহায় হয়ে না পড়ি। আমাদের দলীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো এ নিয়ে যেন বর্তমান সরকারের সাথে আলোচনা করা হয়। আলোচনায় যদি কাজ না হয় তখন আমরা চিন্তা করে দেখতে পারি আন্দোলনে যাবো কিনা। আমরা দীর্ঘদিন এই সরকারের সহায়ক হিসেবে কাজ করেছি। এবার আমরা বিরোধী দলে আছি তাও আমরা সরকারকে সহযোগীতা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আমি হাজারো সালাম জানাই। তাদের কারোই এখানে আসতে দাওয়াতের প্রয়োজন হয়নাই। ঢাকা থেকে অতিথিরা এসেছেন। যারা জাতীয় পার্টিকে ভালবাসেন তারা এখানে এসে মঞ্চে না বসে ওই চেয়ারেও বসতে পারেন। তার জন্য দাওয়াতের প্রয়োজন নাই। অনেক নেতাকর্মীরা আছেন যারা আজকে এখান থেকে বক্তব্য দিতে পারতেন। আমাদের কমিটি গুলো সম্পন্ন হয়ে গেলে আমরা একটা সমাবেশ করবো।
দলের চেয়ারম্যানের কাছে অনুরোধ রেখে তিনি বলেন, এমন মানুষকে জাতীয় পার্টিতে ঢুকিয়ে দিয়েন না যাতে আমাদের গর্ব নষ্ট হয়ে যায়। কোন জমি দখলকারী কোন চাদাবাজ অন্তত নারায়ণগঞ্জ জাতীয় পার্টিতে ঢুকতে পারবে না। আমরা নাসিম ওসমানের আমল থেকে জাতীয় পার্টির সুনাম রক্ষা করে আসছি। সেই সুনাম রক্ষা করেই চলবো। আমাদের সাথে কোন দলের সাথে কোন বিরোধ নাই। আমরা এখানেই সবদল মিলে সভা করেছি।
রওশন এরশাদ সম্পর্কে তিনি বলেন, আমি উনাকে দেখতে গিয়েছিলাম। তিনঘন্টা উনার সাথে কথা বলেছি। উনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। আমি জাতীয় পার্টির উর্ধতন নেতৃবৃন্দকে আহবান করবো উনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। উনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। উনাকে মানসিক সার্পোট দেওয়া প্রয়োজন। আমরা কাউকে হারাতে চাইতে না।
নারায়ণগঞ্জ জেলা জাতিয় পার্টির আহŸায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেনের সঞ্চিালনায় উক্ত সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এম.পি, এড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, মশিউর রহমান রাঙ্গা এম.পি, লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, হিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এম.পি, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি, নাজমা আক্তার এমপি, এড. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অবঃ) রানা মোঃ সোহেল এম.পি, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান শেরিফা কাদের এম.পি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।