নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরের স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী(বিআইএমটি)’র সদ্য যোগদানকারী অধ্যক্ষ শরীফা সুলতানাকে ফুলেল অভ্যর্থণা প্রদান করেছে সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংসদ। গতকাল রোববার বেলা ২টায় সসংদের একঝাঁক তরুন নেতৃবৃন্দ ওই অভ্যর্থণা প্রদান করেন। অধ্যক্ষ’র পক্ষে ফুলেল অভ্যর্থণা গ্রহণ করেন টেকনোলজীর সিনিয়র ইনষ্ট্রাক্টর মোঃ জিয়াউর রহমান। সোনাকান্দা সামাজিক সাস্কৃতিক সংসদের পক্ষে অভ্যর্থণাকালে অংশ নেন বন্দর থানার শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন,সাবেক সহ-সভাপতি মোঃ মফিজ প্রধাণ,জাহিদুল ইসলাম জাহিদ,খুরশিদ আলম.মনির হোসেন,সাইফুল ইসলাম,বাদশা মিয়া,মোঃ রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মেরিন টেকনোলজীর যে কোন সহায়তা করার আশ্বাস প্রদান করলে নবাগত অধ্যক্ষ সংগঠকদেরকেও ভাল কাজে এবং প্রতিষ্ঠানের স্বার্থে সর্বদা পাশে থাকার অভিপ্রায় ব্যাক্ত করেন।