স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ভারতের মুম্বাইতে অনুষ্ঠিতব্য ‘মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০১৬’তে যোগ দিতে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারত যাচ্ছে।
সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার দুপুরে প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারতের নৌ-পরিবহনমন্ত্রী নিতিন গাদকারি বাংলাদেশের মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল এই সামিট অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী সামিট উদ্বোধন করবেন। সামিটে বন্দর ও বাণিজ্য উন্নয়ন এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ’র সদস্য ভোলা নাথ দে, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন এম জসীম উদ্দীন সরকার, মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কাজী গোলাম মোক্তাদির, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম, গালফ ওরিয়েন্ট সিওয়েজ লি. এর ম্যানেজিং ডাইরেক্টর শেখ মাহফুজ হামিদ চৌধুরী, নিপা পরিবহন লি. এর ম্যানেজিং ডাইরেক্টর নাসির আহমেদ চৌধুরী এবং আব্দুল করিম লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদ মিয়া।
মন্ত্রী আগামী ১৭ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।