মেট্রোরেলের কোচ ও ডিপোর যন্ত্রপাতি কিনতে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কোম্পানির সঙ্গে ৪ হাজার ২৫৭ কোটি টাকার চুক্তি করেছে সরকার। রাজধানীর একটি হোটেলে রোববার এ চুক্তি হয়। নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্বপ্নপূরণের পথে আরো একধাপ এগুলো মেট্রোরেল প্রকল্প। ২০১৯ সালেই সেবা চালুর লক্ষ্যে চলছে কাজ।
রোববার উত্তরা-মতিঝিল রুটের জন্য কোচ ও ডিপোর যন্ত্রাংশ কিনতে সই হলো চুক্তি। এর আওতায় ২০২০ সালে ডিসেম্বরে পাঁচটি এবং ২০২১-এ যুক্ত হবে ১৯টি ট্রেন।
এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান চুক্তির আওতায় আনা কোচগুলো হবে উচ্চ মানসম্পন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত। প্রতিটি ট্রেনে থাকবে দুটি করে হুইল চেয়ার। স্মার্টকার্ডে করা যাবে চলাফেরা।
মেট্রোরেল চালু হলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছতে সময় লাগবে ৩৮ মিনিট। ঘণ্টায় যাত্রী পরিবহন করা যাবে ৬০ হাজার। ট্রেন ছাড়বে ৫ মিনিট পর পর। ২০১৯ সালে প্রথম ধাপে চালু হবে উত্তরা-আগারগাঁও রুট পরে তা সম্প্রসারিত হবে মতিঝিল পর্যন্ত।