রূপগঞ্জ,বিজয় বার্তা ২৪
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জের মুড়পাড়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজি তোফায়েল আহমেদ আলমাস সোমবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া ও নৌকা মার্কায় ভোট কামনা করেন। তিনি মুড়াপাড়া ও দড়িকান্দি গ্রামে হাট-বাজার ও বাড়িতে বাড়িতে গন-সংযোগ করেছেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী হাজি তোফায়েল আহমেদ আলমাস ভোটারদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের থেকে আমাকে মূল্যায়ন করে দলীয় প্রতিক নৌকা উপহার দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি মুড়াপাড়া ইউনিয়নের উন্নয়ণমূলক কর্মকান্ড, রাস্তাঘাট, পানি নিষ্কাশন ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থানসহ সকল নাগরিক সুবিধার কাজ সম্পন্ন করে এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করবো ইনশাআল্লাহ। এলাকার দল-মত, ধর্ম-বর্নের উর্ধ্বে থেকে সকলের সাথে এক সাথে ইউনিয়নের উন্নয়ণের কাজ করবো।
এছাড়াও হাজি তোফায়েল আহমেদের পক্ষে দলের নেতা-কর্মী ছাড়াও এলাকার শিক্ষক, ছাত্র, নারীপুরুষসহ এলাকার গনমান্য ব্যাক্তিবর্গগন পৃথক গন সংযোগ করেন।