খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
আইপিএলে মুস্তাফিজ-নেহরা ম্যাজিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮৫ রানে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান।
চার ওভার বল করার সুযোগ পাননি মুস্তাফিজ। কারণ অন্যদিনে ৬ষ্ঠ ওভারে বল করতে এলেও আজ ইনিংসের ১০ম ওভারে বল হাতে তুলে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মুস্তাফিজ ৩ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে পান্ডিয়া, টিম সাউদি এবং ম্যাকুলহানের উইকেট তুলে নেন। ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুস্তাফিজ। শীর্ষে রয়েছেন ম্যাকলুহান। তিনি ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। এছাড়া আশিস নেহরাও ৩ উইকেট তুলে নিয়েছেন।
রবিবার ভিসাখাপত্তনে টসে জয়লাভ করেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই সানরাইজার্সের সংগ্রহ ১০ ওভারে ৮৫ রান। ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৮ রান করে আউট হন। ওয়ার্নারের আউটের পর দ্রুতই ফিরে যান উইলিয়ামসন। ২ রান করেন তিনি।
এরপর যুবরাজের সঙ্গে জুটি গড়েন ধাওয়ান। জুটিতে আসে ৮৫ রান। যুবরাজ মাত্র ২৩ বলে ৩৯ রান করে আউট হন। তবে ধাওয়ান ছিলেন অপরাজিত। তিনি ৮২ রান করে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান স্কোর বোর্ডে জমা করে সানরাইজার্স।
১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে সানরাইজার্সের বোলিং তোপে পড়ে মুম্বাই। শুরু থেকেই উইকেট হারাতে থাকে রোহিত শর্মার দল।
শেষ পর্যন্ত মাত্র ৯২ রানে অলআউট হয় মুম্বাই। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে সানরাইজার্স।