খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে আগামী ১০ই জুন অভিষেক হচ্ছে মুস্তাফিজুর রহমানের। এমনটি আশা করছেন কাউন্টি আসরে মুস্তাফিজের দল সাসেক্সের অধিনায়ক লুক রাইট।
ভারতীয় প্রিমিয়ার লীগে টানা ম্যাচের (আইপিএল) ধকল শেষে মুস্তাফিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্রামে দেখতে চাইবে বলে ধারনা সংশ্লিষ্ট অনেকের। এতে আসন্ন ইংলিশ কাউন্টি লীগে হয়তো খেলা হবে না মুস্তাফিজের। এমন খবরে গত সপ্তাহে ব্যাকুল প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সাসেক্সের কোচ মার্ক ডেভিস।
শুক্রবার ইংলিশ সংবাদমাধ্যমকে সাসেক্স অধিনায়ক লুক রাইট বলেন, ফিজ (মুস্তাফিজ) আসছে অবশ্যই। তবে সে এখানে ঠিক কয়টি ম্যাচ খেলবে তা নিয়ে ভাবছি আমরা। আমাদের বুঝতে হবে, সে একজন তরুণ খেলোয়াড়। এবং দেশের বাইরে দীর্ঘদিন এমন এক পরিবিশে কাটছে তার যেখানে সে নিজের ভাষায় কথা বলতে পারছে না। সেখানে সে ম্যাচও খেলছে প্রচুর। এজন্য আমরাও চাই সে যেন যথেষ্ট বিশ্রাম পায় এবং আমরা যখন তাকে পাবো তখন যাতে তার সেরাটাই পাই।
আগামী ১০ই জুন কেন্টের বিপক্ষে ম্যাচে সাসেক্সের ক্যাপ মাথায় তার অভিষেক দেখতে চাইবো আমরা। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এখানে টানা ১২ ম্যাচে খেলেছেন মুস্তাফিজ। এতে তার শিকার ১৪ উইকেট।