খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি, বোলারের ওপরে ব্যাটসম্যানের তাণ্ডব। তবে ২০ ওভারের ক্রিকেটেও স্বমহিমায় উদ্ভাসিত মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার-মাস্টার আপাতত টি-টোয়েন্টির সবচেয়ে মিতব্যয়ী পেসার।
মুস্তাফিজ এ পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ২৫ ম্যাচে তার ইকোনমি রেট বা ওভারপ্রতি রান দেওয়ার হার মাত্র ৫.৯৪। মানে প্রতি ওভারে গড়ে ছয় রানও তিনি দেননি! সত্যিই অবিশ্বাস্য।
প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৫০০টি বল করা পেসারদের মধ্যে মুস্তাফিজই সবচেয়ে মিতব্যয়ী। আর কোনো পেসারের ইকোনমি রেট ছয়ের নিচে নেই। পেসারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক। ২০১১ সালে অবসর নেওয়া ক্লার্কের ইকোনমি রেট ৬.০৭।
এ বছর শুধু টি-টোয়েন্টিই খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে আটটি টি-টোয়েন্টি খেলে ১৬টি উইকেট নিয়েছেন এই প্রতিভাবান বাঁ-হাতি পেসার। ইকোনমি রেট পুরো ক্যারিয়ারের তুলনা একটু বেশিই, ৬.১২। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিংয়ের কীর্তি মুস্তাফিজেরই। সুপার টেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়ে কীর্তিটা গড়েছিলেন তিনি।
আইপিএলেও যথেষ্ট উজ্জ্বল মুস্তাফিজের পারফরম্যান্স। তিন ম্যাচে চার উইকেট নিয়ে তিনি এখন সানরাইজার্স হায়দরাবাদের সেরা বোলার। ইকোনমি রেট অবশ্য সাতের ওপরে (৭.২৫)। তবে হায়দরাবাদের মধ্যে মুস্তাফিজই এখন পর্যন্ত সবচেয়ে মিতব্যয়ী বোলার।