বিজয় বার্তা ২৪ ডট কম
মুস্তাফিজুর রহমানের বাম কাঁধের অস্ত্রোপচার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের ছুরি-কাঁচির নিচে যাবেন মুস্তাফিজুর রহমান। বুপা ক্রোমওয়েল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) মুস্তাফিজের বাম কাঁধের অস্ত্রোপচার শুরু হওয়ার কথা রয়েছে।
যদিও বিসিবি থেকে গতকাল জানানো হয়েছিল মুস্তাফিজের অস্ত্রোপচার সকাল সাড়ে ১১টায় করা হবে। অস্ত্রোপচার করতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। অপারেশনের পর কয়েকটা ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে মুস্তাফিজকে। অপারেশনের পর দেশে ফিরে ফিজিও এবং ট্রেনারের তত্ত্বাবধানে মুস্তাফিজের রিহ্যাব কার্যক্রম চলবে। এতে ৫ মাসের মতো সময় লাগতে পারে।
সাহস জোগাতে মুস্তাফিজের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। অনলাইন গণমাধ্যম বিডি নিউজ এ খবর দিয়ে বলেছে তাদের লন্ডন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্রোপচারের সময় মুস্তাফিজের পাশে থাকতে লন্ডনে অবস্থান করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মুস্তাফিজের চিকিৎসা শেষে বিসিবি সভাপতি আইসিসি সভায় যোগ দিবেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ফোনে মুস্তাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর কথা হয়। পাপন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফিজের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি ফোনে কথা মুস্তাফিজকে সাহস জুগিয়েছেন। মানসিকভাবে শক্ত থাকতে বলেছেন। এদিকে সকালে মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।