নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও ফুলেল অভ্যর্থণা জানিয়েছে মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান এর নেতৃত্বে শনিবার রাত ৮টায় ওই অভ্যর্থণা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরী,বন্দর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসন্ন মুসাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কাদির ডিলার,মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা নবাগত অফিসার ইনচার্জ আবুল কালামকে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাতœক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে বন্দর থানার অফিসার ইনচার্জ আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন,রাজনীতি ছাড়াও প্রতিটি ব্যাক্তির সামাজিক দায়িত্ব রয়েছে। সমাজের ভাল-মন্দ সবকিছু ঠিক রেখেই আমাদেরকে চলতে হবে। অপরাধ দমন করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশ-জনতার সম্মিলিত প্রচেষ্টায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে।