বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকালে পৃথক দু’টি বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহনে বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নায়েব আলীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক একেএম শহিদুল হক সরকারের সার্বিক তত্ত্বাবধানে উক্ত বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারন সম্পাদক হাজী মো: ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. শরাফত উল্লাহ, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও ৬নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার হাসমত আলী প্রধানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শামীম ওসমান ছাত্র-ছাত্রীদেরকে প্রতিযোগিতার মনোভাব প্রত্যাহার করে ভাল মানুষ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, যে সন্তান বাবা-মায়ের কথা শুনে তাকে কেউ আটকাতে পারে না। বাবা-মা ও মুরব্বীদের দোয়া দোয়া থাকলে সামনে অগ্রসর হওয়া সম্ভব।