বিজয় বার্তা ২৪ ডট কম
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা??? বিখ্যাত কালজয়ী গানের সুরে পিতা এবং স্বামীর জন্য সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, মানবতাবাদী, এনজিও সহ সকল শ্রেণী পেশা মানুষদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন কিডনী রোগে আক্রান্ত মুমূর্ষ রোগী এস. এম মামুনের তিন কন্যা ও তার স্ত্রী। তাদের করুণ আকুতী সবাই যদি একটু সাহায্য -সহানুভূতির হাত বারিয়ে দেয় তাহলে বাঁচতে পারে একটি জীবন। সেই সাথে অজানা শংকায় দোদুল্যমান পরিবারটিও ফিরে পাবে তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিটিকে।
এস.এম মামুন মারাত্মকভাবে কিডনী রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তার চিকিৎসা ব্যায় বহন করতে যেয়ে অর্থের অভাবে বন্ধ হয়ে যায় তার তিন মেয়ের লেখাপড়া। তাদের ভবিষ্যৎ নিয়ে এখন তারা খুবই চিন্তিত। এস.এম মামুন একজন সাধারন কর্মজীবি। তার অসুস্থতায় মহা সাগরে হাবুডুবু খাচ্ছে তার পরিবারের সদস্যরা। অসুস্থ এস.এম মামুনের বাসা উত্তর মাসদাইর গোরস্থান (শোভন গার্মেন্টের সামনে গাজী টেলিকম)।
এস.এম মামুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মোঃ রেজাউল আলম এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কোন সহৃদয়বান ব্যাক্তি যদি তাকে সাহায্য পাঠাতে চান তাহলে তার ব্যাক্তিগত বিকাশ নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। বিকাশ নাম্বার- ০১৯৪৪৫৩৬২২৩, ০১৭১৬৪৮০০৩৯।