মুন্সীগঞ্জ,বিজয় বার্তা ২৪
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। শনিবার সকাল ৭টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এমভি জামাল-৩ লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়।
জানা যয়, প্রতিদিনের মতো নদীতে টহল দেয়ার সময় ঢাকাগামী জামাল-৩ লঞ্চটিতে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে জাটকাগুলো স্থানীয় এতিমদের মাঝে বিতরণ করা হয়।