নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনের সুন্দর ও মনোরম পরিবেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মঞ্চস্থ হলো নারায়ণগঞ্জের স্বনামধন্য নাট্য সংগঠন সংশপ্তক নাট্য দলের জনপ্রিয় নাটক ‘‘ভদ্দরনোক’’। নারায়ণগঞ্জে দীর্ঘ দিন ধরে সফলতার পর মুন্সিগঞ্জ জেলায় এটি সংশপ্তকের ১২তম প্রদর্শনী। দ্য বুর্জোয়া জেন্টেলম্যান কাহিনী অবলম্বনে নির্মিত এ নাটকটিতে লেখক তার লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতির কথা তুলে ধরেছেন। কমেডিভিত্তিক ভদ্দরনোক এ নাটকটিতে একজন দুবাই ফেরত অশিক্ষিত লোকের জেন্টলম্যান হওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা সেই বিষয়টিসহ নানা অসঙ্গতির বিষয়াদি উপস্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সানাউল্লাহ হক,এ আই সুমন,সম্পদ কুমার আচার্য্য,রিয়াজউদ্দিন রাজিব,নারায়ণ চন্দ্র রায়, বিপুল সরকার,চন্দন কুমার কর,অমিত চন্দ্র ঘোষ,অপু চন্দ্র দেবনাথ.শাহাদাত হোসেন লিমন,অভিজিত সাহা,খুকু মিত্র,রিমা,মুক্তা,শেফালীসহ আরো অনেকে। সংগীত পরিচালনায় জহিরুল ইসলাম সুমন ও লিটন দাস। আলোক প্রক্ষেপনে মিন্টু চন্দ্র দে ও সুমন হাসান। এটির নির্দেশণায় ছিলেন সানাউল্লাহ হক।