বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ২৯ অক্টোবর নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান এর জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের দুই নং রেল গেইট জেলা ও মহানগর আওয়ামীলীগ এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মাসুম আহমেদ সুমন, সিনিয়র সহ সভাপতি মো. ইকবাল শেখ, সহ সভাপতি আল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক মো. দয়াল মাসুদ, সদর থানার সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
এ সময়ে আগামী ২৯ তারিখ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমান এর জনসভাকে সফল করতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয় ।
এই জনসভায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ পক্ষ থেকে শহরের প্রতিটি ওয়ার্ড পাড়া মহল্লা থেকে নেতা কর্মীদের নিয়ে জনসভাকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।