বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা লালপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক জ্ঞাপন ।
সূত্রেজানাযায়, ফতুল্লার লালপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন গত সোমবার (১৫ মে) সকাল ৮টায় ইন্তেকাল করেন। সে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কোন্ডার জাজিরা এলাকার জন্ম গ্রহন করেন। সে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারাযান।মৃত্যুরকালে সে দুই ছেলে এক কন্যা সন্তান সহ বহু আত্মীয়স্বজন রেখে যান।গত সোমবার কেরানীগঞ্জের জাজিরা কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাপন করা হয়। তার মৃত্যূতে কেরানীগঞ্জ মুক্তিযোদ্ধা পরিষদ পক্ষে নকুল চন্দ্র বর্মন,কেরানীগঞ্জ হিন্দু কল্যাণ সংস্থার পক্ষে নারায়ন চন্দ্র কর্মকার, জাজিরা শহীদ সংঘ এর পক্ষে মো. বাবুল,ফতুল্লা রির্পোটার্স ক্লাবের পক্ষে সভাপতি রনজিৎ মোদক,সাধারন সম্পাদক কাজী আনিসুর রহমান, দেলোয়ার হোসাইন সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি মো. শাহীন মৃধা(প্রভাষক) সাধারন সম্পাদক সাংবাদিক এ আর কুতুবে আলম ও সাংগঠনিক সম্পাদক মুন্নি আলম মনি প্রমুখ।