নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, মুক্তিযোদ্ধাদের যে কোন বিষয়ে আমার সহযোগিতা থাকবে। তারা কমান্ডারের মাধ্যমে হউক কিংবা নিজেরা ব্যাক্তিগতভাবেও কোন সুবিধা-অসুবিধা জন্য আসেন আমি নিঃশর্তে তা করে দিব। আপনারা হয়তোবা জানেন, আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিবছর যে সকল হাট বাজার ইজারা দেয়া হয় তার শতকরা ৪ ভাগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদে চলে যায়। এ প্রসঙ্গে মন্ত্রী মহোদয়ের কাছে একটি চিঠিও দেয়া হয়েছিল যাতে এই ৪ পার্সেন্ট টাকা আমাদের নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের দেয়া হয়। কিন্তু অদ্যাবধি চিঠির কোন সদুত্তর না পাওয়ায় সে বিষয়ে কোন অগ্রগতি করা সম্ভব হযনি।
মঙ্গলবার বিকেল ৫টায় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধাদের আজীবন কর মওকুফের সনদপত্র ও সম্মামনা প্রদান অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী আরো বলেন,২০০৬ সালে বাংলাদেশে আমরাই প্রথম মুক্তিযোদ্ধাদের সকল প্রকার ট্যাক্স মওকুফ করেছিলাম। আমাদের দেখা দেখি পরে অন্যান্য জেলায় এই প্রথা চালু করে। বিগত ৩ মাস ধরেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করার চেষ্টা করেছি কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। অতঃপর যেভাবেই হোক সেটি হয়েছে। কেবল আবেগ আপ্লুত হয়ে আমার বাবার কথা মনে করে আমি আপনাদের সম্মান দিতে চেষ্টা করছি। কতটুকু দিতে পেরেছি জানিনা। কিন্তু আপনাদের যখন যেখানে প্রয়োজন আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকতে চাই। কাউন্সিলর আমাকে অনুরোধ করেছিলেন মোনেম মুন্নার নামে করার জন্য। আমরা মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার নামে এই রাস্তাটি ঘাটের যেই রাস্তাটি দিয়ে হেটে এলাম সেটি আপনাদের সন্তান জাতীয় ফুটবলার মোনেম মুন্নার নামে করার জন্য। এটির যাবতীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠনো হয়েছে। আর একটি রাস্তা নদীর পাড়ে হয়ে গেলে সেটি আমি কোন মুক্তিযোদ্ধার এককভাবে কোন মুক্তিযোদ্ধার দিবনা সকল মুক্তিযোদ্ধার কল্যাণে মুক্তিযোদ্ধা সড়ক নামকরণ করার প্রস্তাব ইতোমধ্যে গৃহিত করা হয়েছে। আপনার হয়তো অনেকেই জানে কিনা জানিনা মদনগঞ্জ হতে ১শ’ ফুটের রাস্তাটি মাসিক মিটিংয়ে আমরা আলী আহাম্মদ চুনকা সড়ক হিসেবে পাশ করিয়েছি এবং মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যেহেতু আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জের প্রথম পৌর পিতা ছিলেন এই অঞ্চলের মানুষের প্রিয় লোক ছিলেন এই কারণেই অমরা মদনগঞ্জ থেকে টি হোসেন রোড পর্যন্ত ১শ’ ফুটের রাস্তাটি তার নামানুসারে করতে যাচ্ছি। বাকী যে অন্যান্য রাস্তাগুলো আছে আপনারা আপনাদের প্যাডে যদি আমাকে লিখে দেন তাহলে আর আমাদের কোন আপত্তি থাকবেনা। মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব কাজী নাছিরের সভাপতিত্বে সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। এ সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংস্কৃতিক কমান্ডার খোরশেদ আলম খসরু,সহকারি কমান্ডার মোঃ হোসেন,মোঃ চান মিয়া,আব্দুস সালাম,বন্দর ইউনিয়ন কমান্ডার আব্দুল আজিজ,পৌর কমান্ডার আব্দুল জব্বার,নবীগঞ্জ ইউনিয়ন কামান্ডার হাজী লিয়াকত হোসেন সোনাকান্দা ইউনিয়ন কমান্ডার মোঃ নূর হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার আলী আক্কাস মীর এবং মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫টি ওয়ার্ড যথাক্রমে ২২,২৩,২৪,২৬ ও ২৭ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের মাঝে ওই সম্মামনা সনদ ও স্মারক প্রদাণ করা হয়।