বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারদের ঠাই নাই। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জেগে উঠুক আরেকবার।
বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জে গোদনাইল বার্মাশীলস্থ সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিগবল টুর্নামেন্ট-২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশী বিদেশী শকুনরা ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্রকারীরা ৭৫ এর ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। সেদিন সেই ছোট্ট রাসেলকেও তারা রেহাই দেয়নি। এ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে।
তিনি আরো বলেন, বড় বড় বিদেশী শকুনের চোখ আমাদের দেশের দিকে তাকিয়ে আছে। শকুনরা থাবা দেয়া শুরু করেছে। বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ এমনিতেই ঘটে নাই। আন্তর্জাতিক একটি গোয়েন্দা সংস্থা খুব প্লান করে রোহিঙ্গাদের ঢুকিয়েছে জঙ্গীবাদ সৃষ্টির জন্য।
তিনি বলেন, আগামী এক বছর বাংলাদেশে খুব খারাপ সময় আসছে। আগামী এক বছর পরে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন দিকে যাবে। সিরিয়া, ইরাক, ইয়েমেন বা তালেবানী রাষ্ট্রের দিকে, না কি সিঙ্গাপুর, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া বা ইউরোপের মতো রাষ্ট্রের দিকে। আমি চাই স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকুন। মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে আওয়ামীলীগ করতে হয় না। যদি স্বাধীনতার বিরোধী শক্তি আবার ক্ষমতায় আসে, তবে আবার জাহাজ ভরে এদেশে অস্ত্র আসবে। স্বাধীনতার পক্ষের শক্তিকে হত্যা করবে। এদেশ হয়ে যাবে আফগানিস্তানের মতো। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আপনার কি চান?
সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জহিরুল ইসলাম রিফাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব কেএম শহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান হ্যালো, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সহ-সভাপতি হাজী রিয়াজ উদ্দিন রেনু, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি, থানা বিএনপির আহ্বায়ক সফর আলী ভুঁইয়া ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন প্রধান প্রমূখ।