আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
মিশরের বিমান সংস্থা ইজিপ্ট এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বিমানটি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি ছিনতাইয়ের কবলে পড়েছে বলে পাইলট জানিয়েছেন।
মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ৩২০ এয়ারলাইনারের ফ্লাইট নম্বর হচ্ছে এমএসআর ১৮১। বিমানটিতে ৫৫ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছে ।
স্থানীয় সময় সকাল ৮ টায় অভ্যন্তরীণ রুটের বিমানটি কায়রোর উদ্দেশে আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়ন করে। এর আধা ঘন্টা পরে বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন।ওই সময় জানানো হয়, বিমানটি ছিনতাইয়ের কবলে পড়েছে। বিমানটিতে কমপক্ষে একজন সশস্ত্র ছিনতাইকারী রয়েছে বলে জানা গেছে। সকাল ৮টা ৫০ মিনিটে বিমানটি সাইপ্রাসের লারাঙ্কা বিমানবন্দরে অবতরণ করে।
ছিনতাইকারীদের পক্ষ থেকে এখনো কোনো দাবি জানানো হয়নি। তবে বিমানটিতে বোমা রয়েছে বলে সাইপ্রাসের কর্মকর্তারা সন্দেহ করছেন।