বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে সরকারি জায়গা দখল করে বালু ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থানাধীন মিরকুন্ডি এলাকার খিধন আলীর ছেলে মোঃ মফিজুল ইসলাম এবং তার ভাই হাফিজুল ও গাঁজা ব্যবসায়ি নজরুল ইসলাম(নজু) নিজের জায়গাসহ সরকারি জায়গা রাতের আধারে বালু দিয়ে ভরাট করে মার্কেট নির্মানের পাঁয়তারা করছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ নিরব ভুমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে খিধন আলীর মোট ৩০ শতাংশ জায়গা রয়েছে এবং তার পাশে সরকারি ১অর জায়গার এবং হালট রয়েছে সেই জায়গাসহ রাতের আধারে জমি ভরাট করে ফেলছেন ভবন নির্মানের জন্য। স্থানীয়রা আরো জানান, বেশ কিছু দিন আগে বন্দর থানার এস আই এমদাদ রাতে এসে বালু ভরাট কাজে বাধা দিলে জমির আংশিক মালিক মফিজুল ১০ হাজার টাকা দিয়ে বিদাই করে এবং গত ১২ তাং এ বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন ঘটনাস্থল পরির্দশন করে বলেন যখন সরকারি ১একর জায়গা ছেড়ে দিতে বলবে তখন ছেড়ে দিতে হবে। এর পেক্ষিতে আংশিক জায়গার মালিক মফিজুল চেয়ারম্যানকে বলে বন্দর থানার এস আই এমদাদ কিছু দিন আগে ১০ হাজার টাকা নিয়ে গেছে এবং সে ডিস্টাব করছে তখন এহসান এমদাদকে ফোন দিয়ে বলে জায়গাটি আমি দেখতে এসেছি এবং কাগজ পত্র আমার কাছে জমা দিয়েছে এ ব্যপারে আপনি আর আসবেন না। এ রিপোর্টি লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।