বিজয় বার্তা ২৪ ডট কম
সফল সংগঠন মানব কল্যাণ পরিষদ ও জেলার শ্রেষ্ঠ সংগঠক মান্নান ভূঁইয়াকে নিয়ে মিথ্যা অপপ্রচার রোধে এবং আইলপাড়া পাঠানটুলী এলাকার চিহ্নিত মাদক সন্ত্রাসী আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বুধবার ৭ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ।
সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ ও সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সহ সদস্যদেরকে নিয়ে সামাজিকভাবে মান সম্মান ক্ষুন্ন এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে আইলপাড়া পাঠানটুলী এলাকায় মাদক সন্ত্রাসী শাহজাহান, শহিদুল্লাহ, দেলোয়ার হোসেন দেলু, সাইদুল, হিমেল, ডিএইচ বাবুল ও তাদের বাহিনী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্যের মাধ্যমে সংবাদ পরিবেশন করাচ্ছে এবং ফেইসবুক ইন্টারনেটে অশ্লীল ভাষা ব্যবহার ও এলাকার মধ্যে ষ্টীকার পোষ্টারিং করে অপপ্রচার চালানোর জন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার সকালে জেলা প্রশাসকের কাছে সংগঠনের একটি প্রতিনিধি দল সাক্ষ্যাৎ করে আবেদন জানান। আবেদনের একটি কপি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের নিকট দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয় সন্ত্রাস, মাদক ও যৌন হয়রানী বিরোধী সামাজিক আন্দোলন করায় গত ১৮ আগষ্ট রাতে উক্ত আসামীরা সমাজকর্মী মান্নান ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুলি ছুড়ে এবং ছুরিকাঘাতের মাধ্যমে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় চিহ্নিত ৮জনকে আসামী ও কয়েকজনকে অজ্ঞাত রেখে একটি বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে। মামলা নং-৪৫। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য আসামী ও তাদের বাহিনী একের পর এক মান্নান ভূঁইয়াকে ও তার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে হয়রানী করার জন্য প্রাণনাশের হুমকী দিচ্ছে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী এবং পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা উঠিয়ে নেওয়ার জন্য আসামীরা বিজ্ঞ চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আদালত ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালত, নারায়ণগঞ্জ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কয়েকটি মামলা দায়ের করে। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা সাজানো অভিযোগ তৈরী করে জমা দিয়ে হয়রানী করছে। বর্তমানে সংগঠনের সদস্য ও চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া এবং তাদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যারফলে মাদক সন্ত্রাসী আসামীদের দ্রুত গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর আবেদন জানিয়েছে সংগঠনের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল। এ ব্যাপারে জেলা প্রশাসক রাব্বী মিয়া সমস্ত ঘটনা শুনে দ্রুত ব্যবস্থা নিবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
এই ঘটনায় সমাজকর্মী মান্নান ভূঁইয়া বলেন আমাকে ও আমার পরিবার পরিজন সহ আত্মীয় স্বজন এবং সংগঠনের সদস্যদের সামাজিকভাবে মানসম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে আমার মামলার আসামী ও তাদের বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চালচ্ছে। তারা চিহ্নিত মাদক বিক্রেতা, ভুমিদস্যু, অস্ত্রধারী ও একাধিক মামলার আসামী। আমি প্রশাসনের ও সাংবাদিক ভাইদের সর্বাত্মক আন্তরিক সহযোগিতা কামনা করছি। সাংবাদিকরা সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।