নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জের মিজমিজি-কান্দাপাড়ায় অবস্থিত আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলে শুক্রবার বিকালে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সর্বমোট ৪৪টি ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানমালার গতকাল ছিল শেষ দিন। অতিথিদের বক্তব্যে ওঠে আসে ‘শিক্ষা মানুষের মধ্যে সামাজিক, নৈতিক, মানবিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন আনে’। যদি তা না হয়, তবে বুঝতে হবে- ব্যক্তির লেখাপড়ায় গলদ আছে।
আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবদুর রহিম মেম্বার’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প উদ্যোক্তা, ডিএলএম প্রপার্টিজ লি.’র এমডি এমএ মতিন এমবিএ। উদ্বোধক ছিলেন গণপূর্ত বিভাগের প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ও স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল অদুদ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডিপিটিসির সাবেক প্রিন্সিপাল প্রফেসর ইয়াকুব আলী, শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ অফিসার (বিসিএস ক্যাডার) গাজী নাজমুল হাসান, সমাজসেবক আলহাজ্ব নাজিম উদ্দিন নাজু, বিটিভির প্রকৌশলী এমএ তাহের চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মিজানুর রহমান ভূইয়া, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান হাওলাদার, কমিটি সদস্য একেএম রহমত উল্লাহ ভুইয়া।