বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে ৮ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে দুগ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বুধবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটেছে মিজমিজি আব্দুল আলীপুল এলাকায়। জানাগেছে, সিদ্ধিরগঞ্জ মৌজার সিএসও এসএ দাগ নং ১৯৭৪ আরএস দাগ নং ২১৩০ দাগের ১৩ শতাংশ জমির মালিক ছাবেদ আলী। ছাবেদ আলী ওই জমি থেকে ৮ শতাংশ জমিকেইএরাকার মোস্তফার কাছে সাব কবলা দলিলমূলে বিক্রি করে যান। মোস্তফার নগদ টাকার প্রযোজন হলে সে স্থানীয় ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেনের কাছে ওই জমি সাব কবলা দলির মূলে বিক্রি করে যান। কিন্তু ইসমাইল হোসেন তার ক্রয়কৃত জমি দখল বুজে পেতে গেলে ছাবেদ আলীর ছেলে আক্তারগংরা ইসমাইল হোসেনকে দখলে বাঁধা প্রধান করে ্ এ নিয়ে এলাকায় একাধিক বৈঠকও হয়েছে। আপোষ মিমাংসা সঙক্রান্ত লিখিত কাগজও রয়েছে। গতকাল বুধবার ইসমাইল হোসেন তার ক্রয়কৃত জমিতে বাউন্ডারী দেয়ার করতে গেলে আকরাম গংরা বাধাদান করে। এ নিয়ে উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে আকরাম জানান, তার বাবা ছাবেদ আলী ওই জায়গড়া বিক্রি করেনি। জালদলিল করে মোস্তফা তার বাবার কাছ থেকে জমি রেজিষ্ট্রি করে নিয়েছে। ইসমাইল হোসেন বলেন জমি ক্রয়ের আমার সকল বৈধ কাগজপত্র রয়ছে। খাজনা মিওটিসেন সহ সবধরনের বৈদ কাগজ রয়েছে প্রয়জনে আমার কাগজ পত্র জাচাই বাছাই করে দেখতে পারেন।