বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের ২০ নং ওয়ার্ডস্থ মাহমুদনগর এলাকায় চলছে মাদক ব্যবসার প্রতিযোগীতা। মরন নেশার এই প্রতিযোগীতার দৌড়ে অল্প সময়ে সফলতা অর্জন করেছে এলাকার আমান হোসেন ওরফে ইয়াবা আমান। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে রমরমা মাদক ব্যবসা করছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। প্রতিদিন বিকাল হতে গভীর রাত পযর্ন্ত মাদক বিক্রেতা বাবা আমান পাইকারী ও খুচরা ইয়াবা,ফেনসিডিল বিক্রি করে চলছে। এলাকার সচেতন জনগন মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে আমানকে গ্রেফতারের জন্য বন্দর থানার ওসি, র্যাব ও ডিবি‘র সহায়তা কামনা করছেন। বিভিন্ন সূত্রে প্রকাশ, মাহমুদনগর এলাকার বসু মিয়ার ছেলে মোঃ আমান ওরফে ইয়াবা আমান,মৃত আঃ রাজ্জাক মিয়ার ছেলে ছালা,মৃত নান্নু মিয়ার ছেলে নুরামিন,মৃত হাসমত মিয়ার ছেলে তরকারী বিক্রেতা গাঁজা গনি। কয়েকমাস ধরে আমান পাইকারী ও খুচরা বিভিন্ন মাদকের ব্যবসা করে অল্পসময়ে হয়েছে টাকার কুমিরে পরিনত হয়েছে তেমনি অন্যান্য মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে আমান শীর্ষস্থানে রয়েছে। মাহমুদনগর এলাকার কয়েকজন সাইনবোর্ডধারী নেতা সমাজপতিদের সহায়তায় আমান বীরদর্পে মাদকের রমরমা ব্যবসা করছে বলেও জানা গেছে। আমান যাতে মরন নেশার প্রসার ঘটাতে আর না পারে সে জন্য দ্রুত তাকে আইনের আওতায় আনা জরুরী বলে এলাকাবাসী মনে করেন।