স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কিশোরগঞ্জ, মেহেরপুর ও সাতক্ষীরায় আরো ৩টি মামলা দায়ের করা হয়েছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অব্যাহতভাবে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদোহিতার অভিযোগে মামলা দায়ের হচ্ছে।
আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে একটি মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হেলালুজ্জামান হেলাল বাদী হয়ে ১০০ কোটি টাকা মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে কিশোরগঞ্জের আমল গ্রহণকারী আদালত-১ এ মামলাটি দায়ের করেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবর আগামী ৯ মার্চের সংবাদ প্রকাশের কপি আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।
বাদীর পক্ষে আইনজীবী হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন।
মেহেরপুর প্রতিনিধি জানান, মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেছেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল।
মঙ্গলবার বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমের আদালতে উপস্থিতি হয়ে তিনি এ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীকে আইন অনূযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহিবুল হাসানের আদালতে মামলাটি করেন আইনজীবী শাহেদুজ্জামান শাহেদ। তিনি জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ জিয়াউর রহমান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে পরে আদেশ দেয়ার কথা বলেছেন আদালত।
প্রসঙ্গত, মাহফুজ আনামের বিরুদ্ধে বেশিরভাগ মামলা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও প্রজন্ম লীগের নেতারা।