বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মাসদাইর পৌর মহা শশ্মানের ভ‚মি রক্ষা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবি। শশ্মান কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নারায়ণগঞ্জ ল্যান্ড এ্যাসোসিয়েশন (এল.এ) প্রধান তাসলিমা আক্তার ও কাননগো মোঃ সেলিম মিয়া সরেজমিনে শশ্মান পরিদর্শন করেন। উল্লেখ্য, মাসদাইর পৌর মহা শশ্মানের উত্তরপাশে একটি পুকুর (জলাধার) এর ভ‚মি অবৈধভাবে দখল করার পায়তার করছে ভ‚মিদস্যুরা। উক্ত জায়গাটির দুটি পক্ষ মালিকানার দাবি করছে বলে জানাযায়। ইতিমধ্যে অস্থায়ীভাবে টিন ও বাঁশের বেড়া দিয়ে দখল করার অভিযোগ উঠেছে। এতে করে শশ্মানের ভ‚মি সংকুচিত হয়ে আসছে এবং জালাধারটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। হিন্দু সনাতন ধর্মালম্বীদের মৃতদেহের ¯œান করানো ও শবদাহের পরে শশ্মান ঘাট পরিষ্কার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। হিন্দু সনাতন ধর্মালম্বীরা শশ্মান অবৈধ দখলদার মুক্ত পাশাপাশি শশ্মানের উন্নয়নের দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন বিষয়টি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি এসে শশ্মানের জায়গাটি পরিদর্শন করে এবং একজিশনের জন্য ভূমি মন্ত্রনালয়ে পাঠানো হবে বলে জানাযায়।
জেলা প্রশাসন কর্তৃক পুকুরটি (একজিশন) করার জন্য ভূমি মন্ত্রনালয়ে পাঠানোর লক্ষ্যে রবিবার বিকালে নারায়ণগঞ্জ ল্যান্ড এ্যাসোসিয়েশন (এল.এ) প্রধান তাসলিমা আক্তার ও কাননগো মোঃ সেলিম মিয়া সরেজমিনে শশ্মান পরিদর্শন করেন। মাসদাইর মহা শশ্মান কমিটির সাধারণ সম্পাদক সুজন সাহা বলেন, সুনির্দিষ্ট পুকুরটি আজ অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা একান্ত জরুরী হয়ে পড়েছে। বর্তমানে এই পুকুরের ভ‚মি উদ্ধার না করা হলে আগামীতে এই পুকুরের চিহ্ন থাকবেনা। এসময় যারা উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, শশ্মান কমিটির উপদেষ্টা কমান্ডার গোপীনাথ দাস, সিনিয়র সহ-সভাপতি বাসুদেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুজন সাহা, সাংগঠনিক সম্পাদক রনজিত মন্ডল, তথ্য গবেষনা সম্পাদক রনজিৎ মোদক, কমলেশ সাহা, প্রদীপ দাস, বাদল রায়, রনজিত দাস, চন্দন পাল, নিমাই দে, অর্জুন দাস, কাশীনাথ দাস, রতন মন্ডল প্রমুখ।