নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মৃত মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালাউদ্দিন সরদার’র সন্ত্রান মো. সানিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী ইন্না-নূরা বাহিনী।
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর জামালের গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পাইকপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আলহাজ¦ সালাউদ্দিন সরদার’র সন্তান মো. সানি ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর জামাল গেরেজ এলাকায় দীর্ঘদিন ধওে ১০টি রিকশা নিয়ে গ্যারেজের ব্যবসা করে আসছে। মাসদাইর এলাকার একাধিক মামলার আসামী সন্ত্রাসী ইন্না-নূরা বাহিনী মুক্তিযোদ্ধার সন্তান সানির কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছে। মঙ্গলবার রাতে চাঁদার জন্য ইন্না-নূরা বাহিনী ২৫/ ৩০ জন সন্ত্রাসী নিয়ে রিকশার গেরেজে আসে। চাঁদা দাবি করলে চাঁদা দিতে না চাইলে মুক্তিযোদ্ধার সন্তান সানিকে এ্যালোপাতারি মারধর করে ও কুপিয়ে জখম করে। এ সময় গ্যারেজের রিকশা গ্যারেজ ভাংচুর করে ও একটি রিকশা ও মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এমতাবস্থায় রক্তাত অবস্থায় সানিকে এলাকাবাসী খানপুর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করায়। এ ব্যাপারে রাতে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সানির পরিবার।
আহত মুুক্তিযোদ্ধার সন্ত্রান মো.সানি জানান, আমি মাসদাইর এলাকায় ১০ টি রিকশা নিয়ে গ্যারেজ চালাই। অনেকদিন ধরে সন্ত্রাসী ইন্না- নূরা বাহিনী আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছে। মঙ্গলবার রাতে চাঁদা দাবি করলে আমি চাঁদা না দেওয়ায় আমাকে এ্যালোপাতারি মারধর করে কুপিয়ে রক্তাত জখম করে ও আমার গ্যারেজ ভাংচুর করে এবং একটি রিকশা ও আমার মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মাসদাইর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সন্ত্রাসী মো. ইন্না ও নূর মোহাম্মদ সহ অজ্ঞাত ২৫/ ৩০ জন এই হামলা চালায়। আমাকে রক্তাত অবস্থায় এলাকাবাসী হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এই ব্যাপারে জেলা প্রশাসনের কাছে সন্ত্রাসী ইন্না-নূরা বাহিনীর কাছ থেকে আমাদের রক্ষা করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন ও অভিযোগের তদন্তকারী এসআই আাসাদুজ্জামানের সাথে কথা বলতে একাধিকবার ফোন দিলে তারা ফোনটি রিসিভ করেননি।