বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৫০ পিছ ইয়াবা ও ১৪৮ পুরিয়া ৭ গ্রাম হোরেইন সহ মাদক ব্যবসায়ী জমিলা বেগমকে আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে ফতুল্লা থানাধীন পতোংগা মাঠস্থ জমিলার বাড়িতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত জমিলা বেগম(৬০) ফতুল্লা থানাধীন মাসদাইর পতেংগা মাঠ এলাকার মো. আলীর স্ত্রী।
অভিযান প্রসঙ্গে এস আই মিজানুর রহমান-২ জানান, জমিলা বেগম মাসদাইর এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে থবর পেয়ে আমরা তার মাসদাইর এলাকার বাড়িতে অভিযান চালাই। তার ঘরের ফার্নিচার ওয়াড ড্রপের ২য় ড্রয়ার থেকে ১৫০ পিছ ইয়াবা ও ১৪৮ পুরিয়া ৭ গ্রাম হোরেইন সহ জমিলা বেগমকে আটক করি। এসময় মাদক বিক্রির ১৯ হাজার ৮৭২ টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল সেটও উদ্ধার করা হয়। অভিযানের এক পর্যায়ে জমিলার ছেলে রবি কৌশলে পালিয়ে যায়। এর আগে তার প্রধান সহযোগী জুয়েল প্রধান সহ রুবেল ও শক্কুর নামে আরো দুইসহযোগীকে আটক করি। এই কারনে তার মাদক ব্যবসায় ক্ষতি হওয়ায় জমিলা বেগম আমার বিরুদ্ধে মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রনালয় বরাবর একটি মিথ্যা অভিযোগ করেন। প্রকৃত পক্ষে সে একজন মাদক ব্যবসায়ী। আমি যতদিন দায়িত্বে থাকবো মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।