বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের মেট্রো হলস্থ কুমুদিনী বাগান এলাকার মাদক ব্যবসায়ী , চিহ্নিত সন্ত্রাসী ও ডিবির গুলিতে নিহত মাষ্টার দেলুর সহযোগি সিআইডি মাসুম গংদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি ও নারায়ণগঞ্জবাসীর কাছে সহযোগিতা চেয়ে সোমবার বিকেল ৩ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কুমুদিনী বাগান এলাকাবাসী ।
এ সময় তারা মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ কারীদের উপর হামলা , মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কুমুদিনী বাগান এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে । আমরা এলাকাবাসী এর প্রতিবাদ করলে স্থানীয় মাদক ও সন্ত্রাসী ইয়াবা সম্রাট সিআইডি মাসুম, ইমরান, মাহফুজ, পাপ্পু, আল আমিন, জীবন, আল আমিন ২ হামলা চালিয়ে আহত করে । পরে তারাই উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে । এমনকি তারা আমাদের সবাইকে দেখে নিবে বলে হুমকি দেয় । তারা বলে পুলিশ আমাদের পকেটে আর পুলিশ আমাদের কিছুই করতে পারবে না । এই মাদক ও সন্ত্রাসী জন্য এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে । তাদের বিশাল শক্তিশালী বাহিনীর ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । তাই এই সব মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আলী হোসেন, ছানোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, দেলু হোসেন, আমজাদ হোসেন, সুশীল, রোকেয়া বেগম, হোসনা , পিয়ারী, বুল্লু, রীনা, পপি দাস সহ অনেকেই ।