নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ডাকাত দেলোয়ার হোসেন ওরফে মাস্টার দেলুর আস্তানা থেকে রোববার বিকাল ৫টায় অস্ত্র গোলা বারুদ ও হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি ডিবি পুলিশ। মাস্টার দেলু নারায়ণগঞ্জের চিহ্নিত ডাকাত ও কিলার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে।
ডিবির এসআই মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জ আইলপাড়া এলাকা খাদেজার ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, ২৭ রাউন্ড গুলি, ১১টি ককটেল, ৩.৩০ গ্রাম গান পাউডার ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দেলোয়ার ওরফে মাস্টার দেলুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।