বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাসিক ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এসময় শিশু নিহতের ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ব্যাটারী চালিত ইজিবাইকে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার পর থেকে ঘাতক চালক রতন পলাতক রয়েছে।
দূর্ঘটনায় নিহত মো. রায়হান (৭) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে।
নিহত শিশুর পিতা সোহেল মিয়া বলেন, আমার ছেলে রায়হান তার মামার একরামপুরের বাসায় বেড়াতে আসে। পরে আমার শিশু ছেলে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা ব্যাটারী চালিত ইজিবাইক ধাক্কা দিলে মারাত্মক ভাবে জখম হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনা ও অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বন্দর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা গেছে। এসময় উৎসুক জনতা ইজিবাইকে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।