বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক বিরোধী আন্দোলনের সোচ্চার কর্মী মান্নান ভূঁইয়ার হত্যা চেষ্টাকারী ও সরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি শ্যোন এরেষ্ট দেখালে রোববার ২৫ সেপ্টেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দেলুর রিমান্ড বাতিল করে জেল হাজতে প্রেরণ করে।
জানাযায়, পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও ডাকত হিসেবে পরিচিত দেলোয়ার হোসেন দেলু প্রায় ১ ডজন মামলার আসামী। হত্যা, মারামারী, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার অন্যতম আসামী দেলোয়ার হোসেন দেলু বিভিন্ন মামলায় জামিনে এসে গত ১৮ই আগষ্ট রাতে সমাজকর্মী মান্নান ভূঁইয়ার উপর অতর্কিত হামলা করে ওরা গলা কাটতে চেয়েছিল। এ ঘটনায় দেলু সহ আরো কয়েকজনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় ভোক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নং- ৪৫। মামলাটি সিদ্ধিরগঞ্জ থানার এস আই ওমর ফারুক তদন্তকালে গাফলতি ও অবহেলার কারণে পরবর্তিতে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ ডিবিতে হস্তান্তর হয়। ডিবিতে মামলাটি আসার পর এস আই মাজহারুল ইসলাম তদন্ত করছে। জেলা পুলিশ প্রশাসন ও আইয়ুর আন্তরিকতায় মামলাটি আলোর মুখ দেখছে। গত ১৯ সেপ্টেম্বর বন্দর থানা এলাকাথেকে ডাকাতির প্রস্তুতিকালে দেলু সহ আরো কয়েকজনকে ডিবি পুলিশ গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসে। ডাকাতি মামলা নং ৩৭। মাদক ব্যবসায়ী ডাকাত দেলুকে ডিবি পুলিশ শ্যোন এরেষ্ট দেখালে গত রোববার নারায়ণগঞ্জ আদালত তাকে জেল হাজতে পাঠান। দেলুর বিরুদ্ধে আরো যত মামলা রয়েছে তার মধ্যে মারামারি মামলা ১২ (২) ১৬, হত্যা মামলা ৪৭ (১১) ১৫, মাদক মামলা ৪ (১২) ১৫, মোবাইল কোর্টের সাজা প্রাপ্ত মামলা ১০০ সহ আরো অনেক মামলা রয়েছে। দেলুর পিতার নাম শাহজাহান ড্রাইভার। এলাকাবাসী দেলুর অস্ত্র উদ্ধার ও সেলটার দাতাদের গ্রেফতারের দাবী জানিয়েছে।