বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল বলেন, অবৈধ সরকার দেশকে মগের মুল্লুকে পরিনত করেছে। দেশের মানুষ আওয়ামী দুঃশাসনের জাতাকলে পিষ্ঠ। বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের জীবনও এখন এর মাঝেই অতিবাহিত হচ্ছে। পুলিশের নির্যাতন, মিথ্যা মামলার বোঝা নিয়ে কারাগারের বন্দি জীবন বা আদালতের বারান্দায় দিন পাড়। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে স্তব্ধ করতে অগনিত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেই সাথে পঙ্গুত্ব বরন করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে অনেকে বা গুরুতর অসুস্থ হয়ে জীবন মৃত্যুর প্রহর গুনছে হাসপাতালের বিছানায়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে গণতন্ত্রকে ধ্বংস করে বিরোধী মতবাদের টুটি চেপে ধরেছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ১১টায় সদর ও আড়াইহাজার থানার দুটি নাশকতার মামলায় হাজিরা শেষে আদালত চত্ত্বরে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উদ্দেশ্যে এটিএম কামাল এসকল কথা বলেন। এসময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান সহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করেন ও ঢাকায় বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এফ.এম ইকবালের সুস্থতা কামনা করেন এবং মহান রাব্বুল আলামিনের নিকট সকলকে তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করতে বলেন।
এসময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেশ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী অ্যাডভোকেট মাহমুদা আক্তার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল প্রধান, সেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন প্রমুখ।