বিজয় বার্তা ডট কম
মানবকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক এম এ মান্নান ভূইয়াকে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কোপানোর ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছে বন্দর থানা প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু ও সাধারণ সম্পাদক খান সোহেল প্রেরিত এক বার্তায় তারা উল্লেখ করেন,মান্নান ভূইয়ার উপর হামলাকারীদের অবিলম্ভে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। সেই সাথে জনকল্যাণের নিঃস্বার্থ প্রাণ মান্নার ভূইয়ার আশু সুস্থ্যতা কামনা করেন।