নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ বলেছেন, মানুষ সেবাই বড় সেবা। তাই একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ডিয়ারা ছায়াকুঞ্জ আবাসিক প্রকল্পের সামনে ডিয়ারা সেবা দারিদ্র বিমোচন সংস্থার উদ্যোগে বিনামূল্যে রিক্সা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিয়ারা সেবা দারিদ্র বিমোচন সংস্থার সভাপতি আক্তারুজাম্মান রতন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিসি’র ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সাবেক ফুটবলার এস এম সালাউদ্দিন, টোকিও প্লাজার সত্ত্বাধিকারী ফজর আলী, শহীদ নগর সমাজ সেবা সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, ডিয়ারা সমাজ সেবা সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ প্রমূখ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে আওয়ামীলীগের জন্ম হয়েছে। এই নারায়ণগঞ্জর শহরের জন্য বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বরাবরই ভালবাসা ছিল একটু বেশী। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে দারিদ্র ও ক্ষুধা মুক্ত করতে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র মুক্ত হবে। তারই এই উন্নয়নমূলক কাজে আমাদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন জাতি ঐক্য বদ্ধ ছাড়া উন্নতি করতে পারেনা তাই আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আক্তারুজাম্মান রতন সভাপতির বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য এই শ্লোগান দিয়ে আমরা এই সংগঠনের কাজ শুরু করেছিলাম। আমরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি। কেউ জন্ম নিলে তার চিকিৎসা খরচ দিয়ে তাকে সহযোগীতা করি। আবার কেউ যদি মৃত্যুর পর পরিবার দাফনের খরচ না বহন করতে পারে তাহলে আমরা তার দাফনের যাবতীয় খরচ বহন করে তাকে সহযোগীতা করে থাকি।
তিনি আরো বলেন, অতিতে আমরা গরীব ছেলেমেয়েদের লেখা পড়া খরচ বহন করেছি। মেডিকেল ক্যাম্প বসিয়ে বিনামূল্যে তাদের চিকিৎসা দিয়ে ঔষধ বিতরণ করেছি। আজ সাধারণ গরীব মানুষের মাঝে ৬ রিক্সা ৮ টি ভ্যান সংগঠনের পক্ষ থেকে বিতরণ করবো। রাজনীতি সমাজনীতির উর্দ্ধে হল মানবতা। যার মানবতা আছে সে মানুষের সেবা করবেই। সকলের কাছে অনুরোধ থাকবে মানুষের সেবা করতে আপনারা আমাদের যতটুকু পারেন আর্থিকভাবে সহযোগীতা করবেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ডিয়ারা সেবা দারিদ্র বিমোচন সংস্থার সাধারণ সম্পাদক আবু নাছের, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শুক্কুর মাহামুদ দশ হাজার টাকা ও ফজর আলী ৫ রিক্সা অনুদানের ঘোষনা দেন। ডিয়ারা সমাজ সেবা সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক কে বিশেষ অবদানের জন্য সম্মননা প্রদান করা হয়।