স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের কল্যাণ করাই সেনাবাহিনীর দায়িত্ব। যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবম পুর্নমিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে চট্টগ্রামে দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বঙ্গবন্ধুর মুর্যানল এবং বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে দিনব্যাপী সফরে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকাপ্টার যোগে চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছান শেখ হাসিনা।
ইবিআরসি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে রেজিমেন্টের সুসজ্জিত দল তাকে অভিবাদন জানান।
এ সময় অতিথিদের মধ্যে ৩ বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবম টাইগার্সে পুনর্মিলনীর মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন তিনি।