বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পড়ণের প্যান্ট বাথরুমের আড়ার সাথে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে কিরন চৌধুরী(২৬) নামে মানসিক ভারসাম্যহীণ এক যুবক। রোববার দুপুরে থানার আমিন আবাসিক এলাকার ৩নং গলিতে এ ঘটনাটি ঘটে। আতœহননকারী কিরণ ওই এলাকার মৃত জনক চৌধূরীর ছেলে। ৪ভাই-বোনের মধ্যে কিরণের অবস্থান তৃতীয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বন্দর পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ অজয় কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান,কিরন চৌধূরী একজন মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবক ছিল। রোববার বেলা আড়াইটায় কাউকে কিছু না বলে বাথরুমে ঢুকে পড়নের প্যান্ট আড়ার সাথে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। স্বজনরা অনেক খোঁজা-খুঁজির পর বাথরুমের দরজা বন্ধ দেখে বেন্টিলেটর ভেঙ্গে ভিতরে ঝুলন্ত দেখতে পায়। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ অজয় কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে কিরণের মরদেহ উদ্ধার করে।