মাদারীপুর,বিজয় বার্তা ২৪
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাম শিকদার (৪২) ওরফে কালু উপজেলার আন্ধারচর গ্রামের সলেমান শিকদারের ছেলে। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল সরদারের পক্ষে কাজ করছিলেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কালুকে ঘর থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির পাশেই কালামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কালাম মারা যান।
কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।