নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জ থানার পুরাতন আইলপাড়ার মাদক সম্রাট দেলোয়ার হোসেন দেলু’র মা মাজেদা খাতুনের দায়ের করা মাদকবিরোধী সমাজকর্মীদের নামে মিথ্যা মামলা অবশেষে মিথ্যাই প্রমাণিত হ’ল। গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিজের ভুল স্বীকার করে স্বশরীরে নিজে ও মামলার সাক্ষীদের নিয়ে আইলপাড়া পাঠানটুলী এলাকার সমাজকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের লিখিত আবেদন করেন। আবেদনটি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর হলেও মাধ্যম পুলিশ সুপার ও সদয় অবগতির জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট পেশ করা হয়।
লিখিত আবেদনে জানা যায়, আইলপাড়া পাঠানটুলী এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন করায় মাজেদা খাতুনের ছেলে মাদক স¤্রাট ও হত্যা মামলার আসামী দেলোয়ার হোসেন দেলু স্থানীয় সমাজকর্মী মোঃ শাওনকে হয়রানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গত ৩ ফেব্রুয়ারী মারধর করে। এ ঘটনায় শাওনের বড় ভাই সেলিম বাদী হয়ে দেলোয়ার হোসেন দেলু, মোঃ শাহজাহান ড্রাইভারসহ আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১২। যার ফলে এলাকার কিছু মানুষের কুপ্ররোচনায় ও ষড়যন্ত্রমূলকভাবে এবং মিথ্যা প্রলোভনে পড়ে পুলিশী হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য গত ১০ ফেব্রুয়ারী বিজ্ঞ শিশু আদালত ও অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত, নারায়ণগঞ্জে মোঃ শাওনসহ দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-২০/২০১৬। মামলাটি পরে সিদ্ধিরগঞ্জ থানায় রেকর্ডভুক্ত হয়। যার মামলা নং-১১। উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মামলার আসামীগণ এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিত। তাদের সামাজিকভাবে মান সম্মান ক্ষুন্ন করার জন্য এবং এই মিথ্যা মামলা দায়েরের জন্য মাজেদা খাতুন ও মামলার সাক্ষীদ্বয়সহ পরিবারের লোকজন দুঃখ প্রকাশের সাথে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। ভবিষ্যতে এ রকম কোন মিথ্যা অভিযোগ বা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেনা বলে অঙ্গীকার করে মিথ্যা মামলাটি প্রত্যাহার ও নিষ্পত্তি করার জোর দাবী জানান। লিখিত আবেদনে মাজেদা খাতুনের সাক্ষী ছাড়াও মামলার সাক্ষীগণের মধ্যে হাবিবা আক্তার, মোঃ সুমন মিয়া, রুমা ও শাজাহানের স্বাক্ষর রয়েছে। বাদী ও সাক্ষীগণ উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরীর কাছে গিয়ে স্বশরীরে ক্ষমা প্রার্থনা করলে ইউ.এন.ও তাদের ভৎসনা করে এবং ভবিষ্যতে এ জাতীয় মিথ্যা মামলা দিয়ে কাউকে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে সতর্ক করে দেন।