নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেছেন,সমাজ ভাল রাখতে হলে সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে মাদকমুক্ত রাখতে হবে। কোন পরিবারে মাদকসেবী থাকলে সেই পরিবারতো ধ্বংস হয়ই গোটা সমাজটাও নষ্ট হয়ে যায়। শনিবার সন্ধ্যা ৬টায় বন্দর র্যালি আবাসিক এলাকাবাসী আয়োজিত ইভটিজিং-সন্ত্রাস ও মাদক বিরোধী সভায় প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম আরো বলেন,মাদক-সন্ত্রাস দমন খুবই সহজ ব্যাপার যদি জনগণ তৎপর থাকে। এসকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষ অপেক্ষা পুলিশের সংখ্যা অপ্রতুল হওয়ায় মাননীয় প্রধাণমন্ত্রী জনগণকেই ক্ষমতা প্রদান করেছেন কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে পুলিশই জনতা-জনতাই পুলিশ। র্যালি আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাজী মোঃ মফিজ দেওয়ানের সভাপতিত্বে সন্ত্রাসী বিরোধী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম,র্যালি আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ,যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হবু,কোষাধক্ষ্য জসিমউদ্দিন ব্যাংকার,সমাজ সেবক মোঃ লুৎফর রহমান লিটন,মোঃ কামাল হোসেন,হাজী মোঃ গিয়াসউদ্দিন,আব্দুর রশিদ,হাজী আব্দুল ওহাব মোঃ কামরুজ্জামান,সাংবাদিক কায়সার হোসেন,জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।