বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মাদক মামলায় মোঃ বাবুল মাঝি নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বুধবার (৯ অক্টোবর) দুপুরে ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামী ভোলার লাল মোহনের ধলিগড় এলাকার মৃত কাঞ্চন মাঝির ছেলে। সে বর্তমানে পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই র্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ফতুল্লা মডেল থানার কুতুবপুর ইউনিয়নের কুসুমবাগের চিতাশাল এলাকায় কয়েক মাদক ব্যবসা করে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সদস্যরা অভিযান চালালে একজন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একজনকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করিলে সে তার নাম এবং মাদক ব্যবসার কথা স্বীকার করে। সে সময় তার নিকট থেকে কাধ ঝুলানো পুরাতন একটি নেভী ব্লু বাগের ভিতর থেকে ২ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ মাদক বিক্রি ২ হাজার ২’শ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়েছিল।