বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে নাসিক নির্বাচনে সংরক্ষিত আসন ১ (ওয়ার্ড নং- ১,২ ও ৩) এর নারী কাউন্সিলর প্রার্থী মাদক ব্যবসায়ী নাজমার সাথে গোপন বৈঠক করেছে ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হাবিব, সাকিবসহ আরো অনেকে। মাদক ব্যবসায়ী নাজমার পক্ষে নির্বাচন করার লক্ষে শিমরাইল আহসান উল্লাহ সুপার মার্কেটে শুক্রবার দুপুরে একটি চাইনিজ রেষ্টুরেন্টে মিটিং করে তারা। এ মিটিংয়ে ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীরা মাদক ব্যবসায়ী নাজমার পক্ষে কাজ করবে এ মর্মে ৫ লাখ টাকা রফাদফা হয় বলে মিটিং উপস্থিত এক ছাত্রলীগ নেতা জানান।
ওই সূত্রটি আরো জানান, হাবিব ও সাকিব প্রতি মাসে নাজমার মাদক ষ্পট থেকে মোটা অংকের টাকার মাসোহারা গ্রহন করে। এমনকি হাবিব ও সাকিব নাজমার বাড়িতে বসে বিয়ার সেবন করে বলে জানা গেছে।
এরআগে ছাত্রলীগ নেতা হাবিব নাজমার মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে নেপথ্যে থেকে কাউন্সিলর বাদল ও যুবলীগ নেতা তোফায়েল হোসেন মধ্যে রক্তক্ষই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ উঠেছিলো। চতুর হাবিব ও সাকিব মুক্তিনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের সেল্টারদাতা বলে ওই ছাত্রলীগ নেতা জানান এবং নাজমাকে নির্বাচনের বিজয় করতে হাবিব মহানগর ছাত্রলীগ নেতাদের মাদক ব্যবসায়ীর পক্ষে নিবার্চনে মাঠে নামাবেন বলে জানান। এর জন্য মহানগর নেতাদের আপ্যায়ন করার খরচ বাবদ আরো ১লাখ টাকা নাজমার কাছে বাদি করেন ছাত্রলীগের নেতা হাবিব।
এ ব্যাপরে মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাসিম মাহমুদ তপন বলেন, ঐতিহ্যবাহি ছাত্রলীগ কখনো কারো কাছে বিক্রয় হয়না। ব্যাক্তি নিজেদের বিক্রয় করে সংগঠনের উপর দিয়ে চালিয়ে দিবে তা হতে পারেনা। বিষয়টি নিয়ে আমি আহবায়কের সাথে কথা বলছি।