বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক ব্যবসায়ীদের ছুড়িকাঘাতে হৃদয় হোসেন বাবু (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় দেওভোগ নাগবাড়ি এলাকায় বাবুকে মাদক ব্যবসায়ীরা কুপায়। এরপর তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষনা করেন।
নিহত বাবু বর্তমানে দেওভোগ নাগবাড়ি এলকার শিরিন আক্তারের বাড়ির ভাড়াটিয়া এবং মুন্সিগঞ্জ জেলার বালিগাও গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক(ওসি) কামাল উদ্দিন জানান, মূলত মাদক ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে বাবুকে হত্যা করা হয়েছে। ইত্যিমধ্যে হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। খুব তারাতারি তাদের গ্রেফতার করা হবে।