বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে দীর্ঘ ৫ ঘন্টা তদবিরের পরও মাদক ব্যবসায়ীকে ছাড়াতে ব্যার্থ হয়ে থানা থেকে ফিরে গেল বন্দর ইউনিয়ন পরিষদের মেম্বার চান শরীফ ওরফে চান্দু। রোববার দুপুরে জেলার বন্দর থানায় এ ঘটনাটি ঘটে। তথ্য সূত্রে জানা যায়,পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার শহীদ প্রধাণের ছেলে জামান প্রধাণ দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে স্থানীয় একটি দোকানের সামনে অবস্থান করে মাদক বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার চৌকশ সহকারি উপ-পরিদর্শক আলম সরোয়ারর্দী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। জামানকে ছাড়িয়ে নিতে স্থানীয় মেম্বার চান শরীফ ওরফে চান্দু অভিযান পরিচালনাকারী সহকারি উপ-পরিদর্শক আলম সরোয়ারর্দীর কাছে প্রায় ৫ ঘন্টা প্রচেষ্টার পর ছাড়াতে ব্যার্থ হয়ে বেলা দেড়টায় থানা থেকে ফিরে যায়। বিষয়টি গোটা বন্দর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি করে।