বিজয় বার্তা ২৪ ডট কম
ব্যাংক কলোনি যুব সমাজের পক্ষ থেকে অয়ন ওসমান এর সহযোগিতায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) রাতে ৯ শহরের খানপুর ব্যাংক কলোনি এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় অয়ন ওসমান ফোনে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিবারের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারিনি। সেজন্য আমি দুঃখিত। এসময় তিনি এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। খেলাধূলা যুব সমাজ ও তরুন সমাজ মাদক থেকে দূর রাখতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। এই ধরনের খেলাধূলা আরো বেশী করে আয়োজন করার জন্য অনুরোধ জানান। সেই সাথে মাদক নির্মুলে তরুন সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ, পঞ্চায়েত পরিষদের সভাপতি শাহেন শাহ, যুবলীগ নেতা রনি সহ স্থানীয় যুব সমাজ।