নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে মাদক ও দেহ ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে স্থানীয় এলাকাবাসী । হাত বাড়ালেই পাওয়া যায় মরণ নেশা ইয়াবা,গাঁজা ও হেরোইন। এমনকি এই সিন্ডিকেট দেদারছে চালাচ্ছে দেহ ব্যবসা।উঠতি বয়সী স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে চরম হতাশায় দিন কাটছে অভিভবিকদের। মাদকের ভয়াবহতা বৃদ্ধির কারনে এলাকায় বেড়েছে চুরি,ছিনতাই,ব্লাকমেইলিং ও ইভটিজিং। তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে জেলা পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী বাসিন্ধারা।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আজিবপুর,সর্দারপাড়া ও মোটবাড়ী এলাকাসহ আশপাশের এলাকায় স্থানীয় হাবিবুর রহমান হাবুর ছেলে টিটু ওরফে কাইল্লা টিটু (২২)’র নেতৃত্বে একই এলাকার ইউনুছ (৪০),তার স্ত্রী নাজমা (৩৫),কুটুমের ছেলে কাউসার (২২) ও তার বড়ভাই ফয়সাল (২৫) সহ একটি সিন্ডিকেট এসব এলাকায় থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে মরণ নেশা মাদক ও দেহ ব্যবসার জমজমাট ব্যবসা ও মাদক সেবনের আড্ডা। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভাসমান মাদক সেবীরা মাদক দ্রব্য সংগ্রহ এবং লম্পটরা নারী নিয়ে ফুর্তি করার জন্য ভিড় জমায় এসব এলাকায়। তাদের এহেন কর্মকান্ডে স্থানীয় এলাকাবাসী হতবাক এবং তদাদের সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তাগ্রস্থ অবস্থায় দিন যাপন করছে। ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না কেউ। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক বিক্রি,সেবন ও দেহ ব্যবসার রমরমা আড্ড। বিভিন্ন এলাকা থেকে ভাসমান মাদকসেবী ও লম্পটদের অবাধে যাতায়াতের কারনে স্কুল কলেজ পড়–য়া ছাত্রীরা প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছে। এই সমস্যা থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী স্থানীয় এসব এলাকার জনসাধারন।