বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ”জীবনকে ভালোবাসুন ‘মাদক থেকে দূরে থাকুন ” এই শ্লোগানের মাধ্যমে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু উপলক্ষ্যে বৃহস্পতিবার ( ১ মার্চ ) সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
প্রেস ব্রিফিং সময়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, মাদক বর্তমানে আমাদের দেশের প্রধান সমস্যা । আপনার আমার পরিবারের কেউ না কেউ আজ মাদকাসক্ত হয়ে পড়েছে । মাদকের কারনে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে । কিন্তু এই মাদক কোথায় থেকে আসে কারা তার সাথে জড়িত তাদের কে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে । আমরা যদি জঙ্গিবাদ দমন করতে পারি তাহলে মাদক ও নির্মূল করা সম্ভব । তার জন্য চাই মানুষের মধ্যে সচেতনতা । তাই আমাদের তরুণ সমাজ কে মাদক থেকে দূরে রাখবে হবে । পাশাপাশি প্রতিটি উপজেলা পর্যায়ে ইউনিয়ন ও ওয়ার্ডে মাদক বিরোধী জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতে হবে । পাশাপাশি সাংবাদিক সমাজ আমাদের কে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন । আর এই ভাবে যদি আমরা জেলা প্রশাসন একত্রে কাজ করি তাহলে অচিরেই মাদক নির্মূল করা সম্ভব বলে মনে করছি ।