বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার দাপাইদ্রাকপুর ব্যাংককলোনী, বায়জিদ বোস্তামি রোড ও এর আশপাশের ভয়ংকর মাদকস্পট বন্ধ করতে ও মাদক নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলায়। শীর্ষ মাদক ব্যাবসায়ী মহসিন, বিল্লাল@ মাইচ্ছা বিল্লাল,শাকিল, আগুন সহ গাঁজা, হেরোইন, ইয়াবা ব্যাবসায়ীরা সংঘবদ্ধ হয়ে সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেন (৩৮) এর উপড় হামলা চালায়। হামলায় গুরুতর আহত হোন ইমাম হোসেন। আহত ইমাম হোসেন বায়জিদ বোস্তামি রোড এলাকার এম এ সাত্তার খাঁনের ছেলে।
১১জুলাই মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে, বায়জিদ বোস্তামি রোডে এ হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয় ফতুল্লার, দাপা ইদ্রাকপুর ব্যাংককলোনী এলাকাবাসী। বন্ধ করে দেয় মাদকস্পর্ট। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম হোসেন কে হত্যার চেষ্টা চালায় মাদক ব্যাবসায়ীরা। হামলায় অংশ নেয়া অধিকাংশই অস্ত্রসস্ত্র নিয়ে মুখোশ পড়ে হামলা চালায়।
এসময় সামনে থেকেই সরাসরি মারধর করে মহসিন,বিল্লাল,শাকিল,রাজিব,আগুন সহ কয়েকজন,যাদের কোন মুখোশ ছিলো না। হামলার একপর্যায় ইমাম হোসেনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় মাদক ব্যাবসায়ী হামলাকারীরা। এ ঘটনায় রাতেই ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ইমাম হোসেন। হামলায় গুরুতর আহতাবস্থা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে চিকিৎসা নেন ইমাম হোসেন।